উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সেদেশের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫
উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম সেদেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরমজন জুরাবয়েভিচ অ্যালয়েভের সঙ্গে বৈঠক করেছেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সেদেশের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরমজন জুরাবয়েভিচ অ্যালয়েভ’র সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশ-উজবেকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আজ এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।

রাষ্ট্রদূত ড. ইসলাম দু’দেশের সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতির ওপর আলোকপাত করে নতুন বছরে এ সম্পর্কে প্রয়োজনীয় গতি সঞ্চার করতে সম্ভাব্য কার্যক্রমের একটি রূপরেখা তুলে ধরেন।

এ বছরের এপ্রিল মাসে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত যৌথ কমিশনের বৈঠকের পাশাপাশি ঔষধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

এয়ার সার্ভিস চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সরাসরি বিমান চালুর ব্যাপারে ইতিবাচক অবস্থা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া এ বছরে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি রাষ্ট্রদূত গুরুত্ব সহকারে তুলে ধরেন যা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও প্রসারণের সাথে সাথে বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ সৃষ্টি করবে।

ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস চালু করার বিষয়ে রাষ্ট্রদূত মন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করেন।

উজবেকিস্তানের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে দু’দেশের মধ্যেকার অর্থনৈতিক সহযোগিতাকে আরও মজবুত করার ওপর তাগিদ দেন এবং আলোচ্য চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ চূড়ান্ত করে স্বাক্ষর সম্পাদন করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ফরেন অফিস কনসালটেশনের জন্য দু’পক্ষের সুবিধাজনক সময়ে এ বছরে ঢাকা সফরের জন্য সম্মতি প্রকাশ করেন।

দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন সহযোগিতাকে আরও বিকশিত ও ত্বরান্বিত করার লক্ষ্যে উভয় পক্ষই ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও সাবলীল করার বিষয়ে একমত পোষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০