মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা বৃদ্ধি

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মীদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ভিসা প্রাপ্তিসহ সব কার্যক্রম সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একজন কর্মীর জন্য সর্বোচ্চ অভিবাসন ব্যয় সরকার নির্ধারিত ৭৮ হাজার ৭৪০ টাকা ধার্য করা হয়েছে। অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কারো সঙ্গে প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মীদের লেনদেন না করার জন্য বলা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বাসসকে জানান, মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত প্রায় ২ হাজার কর্মী ৩১ মার্চের মধ্যে যেতে পারেন, সেই লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কর্মকর্তা পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়েছে। এছাড়া বিভিন্ন কারণে নির্বাচিত যে ১৮ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের যাতে দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করার জন্য দুই দেশের কর্মকর্তা পর্যায়ে আলোচনা চলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০