মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা বৃদ্ধি

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মীদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ভিসা প্রাপ্তিসহ সব কার্যক্রম সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একজন কর্মীর জন্য সর্বোচ্চ অভিবাসন ব্যয় সরকার নির্ধারিত ৭৮ হাজার ৭৪০ টাকা ধার্য করা হয়েছে। অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কারো সঙ্গে প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মীদের লেনদেন না করার জন্য বলা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বাসসকে জানান, মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্বাচিত প্রায় ২ হাজার কর্মী ৩১ মার্চের মধ্যে যেতে পারেন, সেই লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কর্মকর্তা পর্যায়ে কয়েক দফা বৈঠক হয়েছে। এছাড়া বিভিন্ন কারণে নির্বাচিত যে ১৮ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের যাতে দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করার জন্য দুই দেশের কর্মকর্তা পর্যায়ে আলোচনা চলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ভূটানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের স্পেশাল চার্জ ব্যবহারের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন
চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার
সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি 
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
১০