সায়মা ওয়াজেদ পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ খুঁজে পায়নি দুদক

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: উইকিপিডিয়া

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সমাজসেবা অধিদপ্তরের নথিতে উল্লেখিত ঠিকানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘সূচনা ফাউন্ডেশন’র অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ এক ব্রিফিংয়ে জানান, সংস্থার সহকারী পরিচালক নওশাদ আলীর নেতৃত্বে চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর ধানমন্ডির সূধা সদনে ‘সূচনা ফাউন্ডেশন’-এর ঠিকানায় অভিযান পরিচালনা করে।

তিনি জানান, ফাউন্ডেশনের সভাপতিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক এ অভিযান চালায়। নির্দিষ্ট স্থানে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা অস্তিত্বের সন্ধান পাওয়া যায়নি।

অভিযানের সময় দুদক দল প্রথমে ঢাকা জেলা সমাজসেবা অফিস থেকে ফাউন্ডেশনের নিবন্ধন রেকর্ড সংগ্রহ ও পর্যালোচনা করে। পরবর্তীতে, তারা ফাউন্ডেশনের অফিসিয়াল ঠিকানাটি শারীরিকভাবে পরিদর্শন করে কিন্তু সংস্থার কোনো উপস্থিতি খুঁজে পায়নি বলে তিনি জানান।

সুচনা ফাউন্ডেশনকে দেওয়া কর অব্যাহতির তদন্ত করতে দলটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাসঙ্গিক সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) পেয়েছে। পর্যালোচনা করার পর, দুদক টিম প্রাথমিক প্রমাণ পেয়েছে যে, ২০১৬ সাল থেকে, ফাউন্ডেশন স্থায়ী এবং সঞ্চয় ব্যাংক আমানতের সুদ, পরামর্শ ফি এবং গবেষণা ফিসহ সমস্ত উপার্জনের ওপর আয়কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছে।

সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক।

গত রোববার দুদক জানায়, সায়মা ওয়াজেদ যখন ডব্লিউএইচও পদে মনোনীত হন, তখন তিনি কানাডার নাগরিক ছিলেন। যোগ্যতা সম্পর্কিত তার দেওয়া তথ্য সঠিক ছিল না। এছাড়া তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দুদক জানায়।

দুদকের মতে, সায়মা ওয়াজেদ তার প্রভাবের অপব্যবহার করে সুচনা ফাউন্ডেশনের জন্য আর্থিক সুবিধা আদায়, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপহার ও তহবিল গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদক জানায়, সায়মা ওয়াজেদ ফাউন্ডেশনের এনটাইটেল তহবিলের জন্য কর প্রত্যাহারের জন্য এনবিআরের ওপর অযাচিত প্রভাব বিস্তার করে।

এর আগে গত ২৪ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সুচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের গল্পে রঙ-তুলির ছোঁয়া
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
গোপালগঞ্জের ঘটনায় বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন : ডা. আব্দুল্লাহ তাহের
পুরোনো ভিডিও ব্যবহার করে এনসিপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
এ্যাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত
ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স
গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
১৯ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে নিহত ৬৭, কারফিউ জারি
তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না : আব্দুল হালিম
১০