জুলাই বিপ্লবে বেরোবি’র আহত শিক্ষার্থীদের চিকিৎসায় মেডিকেল বোর্ডের কাজ শুরু

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৯

রংপুর, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বেরোবি শিক্ষার্থীদের পরবর্তী ধাপের চিকিৎসা সেবা নিয়ে কাজ শুরু করেছে রংপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড।

আজ বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ডের কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৭ জন আহত শিক্ষার্থী তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। চিকিৎসকরা আহত শিক্ষার্থীদের সমস্যাগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে কাজ শুরু করেন। মেডিকেল বোর্ড আহত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য মেডিকেল বোর্ড আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেন।

এ লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শরিফুর ইসলাম গত ২৩ জানুয়ারিতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করেন।

রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. মোখলেছুর রহমানকে আহবায়ক করে গঠিত মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. তোফায়েল হোসেন ভূঁঞা, অর্থো-সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আশফাকুর রহমান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল হাদী, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আতিকুজ্জামান ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রফিকুল ইসলাম।

আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের সময় বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা এ এম শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাসস’র সঙ্গে আলাপকালে বেরোবি উপাচার্য মো. শওকাত আলী বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। সেই জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। ছাত্ররাই হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। আর তাই আমরা রংপুর মেডিকেলের চিকিৎসকদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেছি যাতে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট  আন্দোলনে ৩৯ জনের আহতের লিস্ট আমরা পেয়েছি। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও যাবতীয় পরমর্শ দেয়ার লক্ষ্যে এই কমিটি কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘স্বেচ্ছায় নির্বাসিত’ অভিবাসীদের প্রথম দলটি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে 
গোটা গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর, সীমিত সহায়তা প্রবেশে তীব্র ক্ষোভ আন্তর্জাতিক মহলের
বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু 
পুতিন আলোচনার প্রতিশ্রুতি দিলেও ইউক্রেনে যুদ্ধবিরতি নয় : ট্রাম্প 
কোভিড তহবিল জালিয়াতির অভিযোগে সেনেগালের সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন 
নাটকীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল আরব আমিরাত
ইউক্রেন আলোচনা নিয়ে ইউরোপ-যুক্তরাষ্ট্রের নিবিড় সমন্বয়ের ঘোষণা, পোপের আলোচনার প্রস্তাবও গৃহীত
শান্তিচুক্তির জন্য 'মেমোরান্ডাম' প্রস্তুতে ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন
শহীদ আরমান মোল্লার আদরের ছেলেমেয়ের ঠাঁই হয়েছে এতিমখানায়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
১০