রাজধানীর গুলশান থেকে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি রোমান গ্রেফতার

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:১৪

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বরকত হোসেন রোমানকে গতকাল রাতে গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ শুক্রবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু এ তথ্য জানান।

তিনি বলেন, আসামি বরকত হোসেন রোমান ও ভুক্তভোগী নারী পূর্বপরিচিত। ঘটনার দিন আসামি ওই নারীকে পিসি কালচার হাউজিং এলাকা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে মিরপুর এলাকায় তার এক বন্ধুর ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়লে তাকে সিএনজি অটোরিকশায় বাসায় পৌঁছে দেওয়া হয়।

পরে ভুক্তভোগীর বাবা মেয়েকে একটি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে ওই নারীর বাবা বাদি হয়ে মিরপুর মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আসামি রোমান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে একবছর জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান।

আসিফ তপু বলেন, পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং ১ লাখ টাকা জরিমানা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারির পর থেকে আসামি বরকত হোসেন রোমান আত্মগোপনে ছিলেন।
 
র‌্যাব কর্মকর্তা বলেন, এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে রোমানকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০