রাজধানীর গুলশান থেকে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি রোমান গ্রেফতার

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:১৪

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বরকত হোসেন রোমানকে গতকাল রাতে গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ শুক্রবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু এ তথ্য জানান।

তিনি বলেন, আসামি বরকত হোসেন রোমান ও ভুক্তভোগী নারী পূর্বপরিচিত। ঘটনার দিন আসামি ওই নারীকে পিসি কালচার হাউজিং এলাকা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে মিরপুর এলাকায় তার এক বন্ধুর ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়লে তাকে সিএনজি অটোরিকশায় বাসায় পৌঁছে দেওয়া হয়।

পরে ভুক্তভোগীর বাবা মেয়েকে একটি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে ওই নারীর বাবা বাদি হয়ে মিরপুর মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আসামি রোমান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে একবছর জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান।

আসিফ তপু বলেন, পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং ১ লাখ টাকা জরিমানা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারির পর থেকে আসামি বরকত হোসেন রোমান আত্মগোপনে ছিলেন।
 
র‌্যাব কর্মকর্তা বলেন, এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে রোমানকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০