বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই: সৈয়দ সুলতান উদ্দিন 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩ আপডেট: : ৩১ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি)-এর সাধারণ সভায় শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন। ছবি: বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠন ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই। সুশৃঙ্খল সংগঠনই কেবল শক্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি)-এর সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি আবু ইউসুফ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আখতারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেবার কোর্টের সভাপতি আবদুস সাত্তার ও আওয়াজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ বেগম। 

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গঠনে শ্রম আইনকে যুগোপযোগী করার জন্য শ্রম সংস্কার কমিশন কাজ করছে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

নাজমা আখতার বলেন, শোভন কাজ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ন্যূনতম মজুরি কাঠামো গঠন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শোভন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনজনিত কারণে নিরাপদ কর্ম পরিবেশ ও সর্বজনীন সামাজিক নিরাপত্তা, দরকষাকষির অধিকার ও অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গঠন ও ন্যায্য অংশিদারীত্ব নিশ্চিত করার লক্ষ্যে রাজপথে আছি এবং থাকবো। 

সভাপতি আবু ইউসুফ মোল্লা বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে একটি গণতান্ত্রিক শ্রম আইনের সুপারিশ প্রণয়নে শ্রম সংস্কার কমিশন কাজ করছে। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পাঠ ও অনুমোদন এবং আগামী ৭ মার্চ বাংলাদেশ লেবার কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
কানাডায় তেলের নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ; বেড়েছে জলবায়ু উদ্বেগ 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ 
আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
১০