বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই: সৈয়দ সুলতান উদ্দিন 

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩ আপডেট: : ৩১ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি)-এর সাধারণ সভায় শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন। ছবি: বাসস

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠন ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই। সুশৃঙ্খল সংগঠনই কেবল শক্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি)-এর সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি আবু ইউসুফ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আখতারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেবার কোর্টের সভাপতি আবদুস সাত্তার ও আওয়াজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ বেগম। 

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গঠনে শ্রম আইনকে যুগোপযোগী করার জন্য শ্রম সংস্কার কমিশন কাজ করছে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

নাজমা আখতার বলেন, শোভন কাজ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ন্যূনতম মজুরি কাঠামো গঠন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শোভন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনজনিত কারণে নিরাপদ কর্ম পরিবেশ ও সর্বজনীন সামাজিক নিরাপত্তা, দরকষাকষির অধিকার ও অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গঠন ও ন্যায্য অংশিদারীত্ব নিশ্চিত করার লক্ষ্যে রাজপথে আছি এবং থাকবো। 

সভাপতি আবু ইউসুফ মোল্লা বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে একটি গণতান্ত্রিক শ্রম আইনের সুপারিশ প্রণয়নে শ্রম সংস্কার কমিশন কাজ করছে। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পাঠ ও অনুমোদন এবং আগামী ৭ মার্চ বাংলাদেশ লেবার কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাউস অব লর্ডসে ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে শিক্ষার মানোন্নয়নে চুক্তি স্বাক্ষর
সুদানের আল-ফাশেরে গণহত্যা অব্যাহত, প্রমাণ নতুন স্যাটেলাইট চিত্রে
রাজধানীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১৩
খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত 
উদ্ধারকৃত ৪৬টি মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ
ভোলা উপকূলের নদীপথে অসংখ্য ডুবোচরে নৌচলাচল বিঘ্নিত 
বাংলাদেশে লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. মবিন খানকে শ্রদ্ধায় স্মরণ
সমবায় হলো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতীক : বক্তারা
পঞ্চগড়ে ‘নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব’ উদ্বোধন 
জিম্বাবুয়ের বিপক্ষে টানা সপ্তম টি-টোয়েন্টি সিরিজ জয় আফগানিস্তানের
১০