রাস্তা-ঘাট নির্মাণসহ সকল সরকারি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে : মন্ত্রিপরিষদ সচিব

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২
মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ আজ সাতক্ষীরার কালিগঞ্জের খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

সাতক্ষীরা, ১ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস) : মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ বলেছেন, রাস্তা-ঘাট নির্মাণসহ সকল সরকারি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না।

ড. আব্দুর রশিদ আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জের খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ড. আব্দুর রশিদ আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। পাশাপাশি দেশের আইন-কানুন মেনে চলতে হবে। তাহলে এ দেশ শান্তির দেশ হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অণুজা মন্ডল, সাতক্ষীরা জজকোর্টের পিপি এ্যাড. শেখ আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ, বিএনপি নেতা ডা. শেখ শফিকুল বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ। 

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস। 

এ সময় ১শ’ ৭৫ জন ব্যক্তিকে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
এর আগে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং খড়িতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গোরস্থান ও সড়কের কার্পেটিংয়ের কাজ উদ্বোধন করেন। 

এরপর মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ দুপুর আড়াইটায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
সোনার দামে নতুন রেকর্ড : প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে 
১০