রাস্তা-ঘাট নির্মাণসহ সকল সরকারি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে : মন্ত্রিপরিষদ সচিব

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২
মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ আজ সাতক্ষীরার কালিগঞ্জের খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

সাতক্ষীরা, ১ ফেব্রুয়ারী, ২০২৫ (বাসস) : মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ বলেছেন, রাস্তা-ঘাট নির্মাণসহ সকল সরকারি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না।

ড. আব্দুর রশিদ আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জের খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ড. আব্দুর রশিদ আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। পাশাপাশি দেশের আইন-কানুন মেনে চলতে হবে। তাহলে এ দেশ শান্তির দেশ হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অণুজা মন্ডল, সাতক্ষীরা জজকোর্টের পিপি এ্যাড. শেখ আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ, বিএনপি নেতা ডা. শেখ শফিকুল বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ। 

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস। 

এ সময় ১শ’ ৭৫ জন ব্যক্তিকে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
এর আগে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং খড়িতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গোরস্থান ও সড়কের কার্পেটিংয়ের কাজ উদ্বোধন করেন। 

এরপর মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ দুপুর আড়াইটায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ মন্ত্রণালয়ের
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন: সচল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট
এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৭৩.৬৯ শতাংশ
যাত্রাবাড়ীতে এক পরিবারের ৩ সদস্য অগ্নিদগ্ধ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পাশের হার ৫৮.২২ শতাংশ
নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করলো বিএসএফ
কিয়েভ হামলার পর রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,২৮৪
আগামীকাল শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
দোষ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
১০