‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে জায়মা রহমান

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৪ আপডেট: : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪
ব্যারিস্টার জায়মা রহমান। ফাইল ছবি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।

জায়মা রহমান ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন।

মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নাতনী এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এই প্রথম আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে  ৫ ও ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছরই প্রেয়ার ব্রেকফাস্ট’র আয়োজন করা হয়। আর এটি এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রণ পেয়ে থাকেন। এই অনুষ্ঠানে ভিন্নমতের রাজনীতিকবৃন্দ, ধর্মীয় ব্যাক্তিবর্গ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন।

এ বছরের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র ৩ সদস্যেরে একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়।

আমন্ত্রিত অন্য দু’জন হলেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তারেক রহমানের মা বিএনপি’র চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। দ্যা লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়া হাসপাতাল ছেড়ে বর্তমানে বড় ছেলে তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের সান্নিধ্যে আছেন। তাই এই মূহূর্তে তারেক রহমান মায়ের সঙ্গে সময় কাটানোর জন্যই লন্ডন ছেড়ে যুক্তরাষ্ট্রে যেতে চাননি বলেই তার প্রতিনিধি হিসেবে মেয়ে জায়মা রহমানকে পাঠিয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে
বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 
টাঙ্গাইলে মুষ্টি চাল বিক্রির টাকায় রাস্তা নির্মাণ কাজ চলছে
মজুরি ৩ বছর পর পর মূল্যায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ
এখনও থামেনি শহীদ রাসেলের মায়ের বুক ফাটা কান্না
সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প
শৈশবে ‘দুষ্টু’ ছেলে ছিলেন পোপ ফ্রান্সিস : স্কুল শিক্ষিকার স্মৃতিচারণ
১০