বিচারহীনতার সংস্কৃতি উত্তরণে প্রেসক্রাইবড ফরম সংযোজন প্রস্তাব

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিচারহীনতার সংস্কৃতি উত্তরণে প্রেসক্রাইবড ফরম সংযোজন প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনে এ সংস্কার প্রস্তাব করা হয়।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের স্থাায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সংক্রান্ত অংশটি ২৬ নম্বরে রয়েছে।

বিচারহীনতার সংস্কৃতি বিষয়ে প্রস্তাবে বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি থাকলে রাষ্ট্রে এমন অনেক অপরাধ সংঘটিত হয় যার বিচার বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষিতই থাকে। এসব অপরাধের প্রতিকার বিধান না হওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটতেই থাকে এবং আইন মানার প্রতি সংশ্লিষ্ট অপরাধীদের কোন দায়িত্ববোধ জন্মে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা সৃষ্টি এবং পরবর্তীতে আইনের কঠোর প্রয়োগ থাকা প্রয়োজন।

এই উদ্দেশে ফৌজদারী কার্যবিধির ১৯০ (১) (গ) ধারার অধীনে অপরাধ আমলে নেওয়ার সুবিধার্থে উক্ত বিধিতে প্রেসক্রাইবড ফরম সংযোজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করতে হবে : ইসলামী আন্দোলন
হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী
মিশন খোলার লক্ষ্যে বাংলাদেশ ও ইউএনএইচআর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
মসজিদ মুসলিম সমাজের হৃৎস্পন্দন : ধর্ম উপদেষ্টা
গণতন্ত্র নস্যাৎ করতে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চলছে: ড. মঈন খান
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়া হবে : নাহিদ ইসলাম
বান্দরবানে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা জাকির রিমান্ডে
জুলাই শহীদদের স্মরণে ঢাকায় এবি পার্টির প্রতীকী কফিন মার্চ 
১০