বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:১৯
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ রাজনীতিতে আসতে পারি, তাহলে মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে। ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। আগামী নির্বাচনে তারেক রহমান ও খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবেন তার বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি  আজ এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি রাজনৈতিক সংকটে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমি মরবো বাংলাদেশে, বাঁচবো বাংলাদেশে। গত ১৬ বছরে তিনি অমানবিক নির্যাতন সহ্য করেছেন, গৃহবন্দী থেকেছেন, মিথ্যা মামলায় সাজা পেয়েছেন। এই ত্যাগের জন্যই তিনি বাংলাদেশের সবচেয়ে সাহসী নেত্রী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক নিঝুম খাঁন, সদস্য সচিব এম এ আজিজ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আফসার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শহীদসহ স্থানীয় নেতাকর্মীরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
আহত হাতিকে চিকিৎসা দিতে গিয়ে বনকর্মী ও চিকিৎসকসহ আহত ১৫
খালেদা জিয়ার জন্মদিনে সারাদেশে বিএনপির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
১০