আবরার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আবার শুরু

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩
আবরার ফাহাদ। ফাইল ছবি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি হাইকোর্টে নতুন করে শুরু হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ এই শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার ও রাসেল আহম্মেদ।

আজকের শুনানির বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহম্মেদ বলেন, ‘গত ২৮ নভেম্বর বিষয়টির আংশিক শুনানির পর নতুন করে আবার শুনানি শুরু হয়েছে। গত ২৮ নভেম্বর শুনানি শুরু হওয়ার পর পেপারবুক পাঠ অর্ধেক শেষ করে ফেলেছিলাম। কিন্তু আদালত বলেছেন, আবার নতুন করে শুনানি শুরু করতে। এরপর নতুন করে শুনানি শুরু হয়।’

তিনি বলেন, ‘এরপর আমরা পেপারবুক থেকে মামলার প্রাথমিক তথ্যবিবরণী (এফআইআর), অভিযোগপত্র (চার্জশিট) ও চারজন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি।’

এসময় আদালতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার।

২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার আদালত।

এরপর ২০২২ সালের ৬ জানুয়ারি আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

অন্যদিকে, আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। একপর্যায়ে গত বছর ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, এই মামলায় দ্রুত পেপারবুক তৈরি করে হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়।

আবরারকে নৃশংস ও নির্মমভাবে হত্যার পর সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া জানায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ নিয়ে সাংবাদিকদের অবহিত করল বিপিপিএ
সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ  
আইনজীবী সপুর স্মরণে সুপ্রিম কোর্টে দোয়া ও আলোচনা সভা 
পটুয়াখালীতে শতাধিক অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ 
মুসলিম উম্মাহর ঐক্যে নবীজির (সা.) আদর্শ অনুসরণের আহ্বান
কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
সিলেটে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নীরবতা নয়, দরকার সহানুভূতিশীল সংলাপ: আত্মহত্যা প্রতিরোধ দিবসে বক্তারা
জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
মুন্সীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা 
১০