দুর্নীতির অভিযোগে বিএসএমএমইউসহ বিভিন্ন স্থানে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৮

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএসএমএমইউসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল, ঢাকা)-এর প্রিজন সেলে কারাবন্দীদের অবৈধভাবে ভিআইপি সুবিধা দেয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম হাসপাতালের প্রিজন সেল পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রিজন সেলের রোগী ভর্তি সংক্রান্ত রেজিস্ট্রার পর্যালোচনায় রোগী ভর্তি সংক্রান্ত অসংগতি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। কারাবন্দিদের হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রথমে প্রিজন সেলে ভর্তি করানোর নিয়ম থাকলেও কিছু কিছু রোগীদের (কারাবন্দী) ক্ষেত্রে নিয়মবহির্ভূতভাবে সিসিইউ, আইসিইউ এবং কেবিনে সরাসরি ভর্তি হয়ে মাসের পর মাস থাকার তথ্য সরেজমিনে পর্যবেক্ষণে পাওয়া যায়।

এদিকে লালমনিরহাট সদর উপজেলা এলজিইডি’র কর্মকর্তাদের বিরুদ্ধে সেতুর মূল অবকাঠামো নির্মাণ করার পরও সংযোগ সড়ক নির্মাণ না করে জনদুর্ভোগ সৃষ্টি ও রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম লালমনিরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী টিমসহ রত্নাই নদীর উপর নির্মিত অভিযোগ সংশ্লিষ্ট ১২০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু পরিদর্শনপূর্বক সেতুর মূল অবকাঠামো, সংযোগ সড়ক, স্লোপ প্রটেকশন ওয়াল এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার পরিমাপ গ্রহণ করে। অতঃপর উল্লেখিত সেতু নির্মাণ সংক্রান্ত অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে।

এছাড়া কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম কুমিল্লা’র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একজন সহকারী প্রকৌশলী ও একজন উপসহকারী প্রকৌশলীসহ সরেজমিনে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং স্থানীয় লোকজনের বক্তব্য গ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০২৫ নিয়ে সাংবাদিকদের অবহিত করল বিপিপিএ
সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ  
আইনজীবী সপুর স্মরণে সুপ্রিম কোর্টে দোয়া ও আলোচনা সভা 
পটুয়াখালীতে শতাধিক অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ 
মুসলিম উম্মাহর ঐক্যে নবীজির (সা.) আদর্শ অনুসরণের আহ্বান
কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
সিলেটে প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নীরবতা নয়, দরকার সহানুভূতিশীল সংলাপ: আত্মহত্যা প্রতিরোধ দিবসে বক্তারা
জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
মুন্সীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা 
১০