উরুগুয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৪
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে বর্ধমান কূটনৈতিক যোগাযোগের প্রশংসা করেছেন এবং এর পাশাপাশি লাতিন আমেরিকার দেশটির সঙ্গে আরও গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছেন।  

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবের্তো এ. গুয়ানি সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রসচিব এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত গুয়ানি ২০২৪ সালে পরিচয়পত্র পেশের পর উরুগুয়ে দূতাবাসের বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরেন।

তিনি উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক নতুন কৌশল প্রণয়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন।

উভয় দেশই অর্থনৈতিক কূটনীতির পক্ষে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, উরুগুয়ে আইসিটি, উৎপাদনশীলতা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রণী প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী পরিচিত।

পররাষ্ট্রসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ চালিয়ে যেতে উভয় দেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্রসচিব বলেন, দেশের যুব জনগোষ্ঠীর জনমিতিক সুবিধা, বিনিয়োগবান্ধব পরিবেশ, বিপুলসংখ্যক নতুন গ্র্যাজুয়েট এবং অনুকূল ফ্রিল্যান্স সংস্কৃতি এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে পারে।

তিনি বাণিজ্য ও ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই হাজার ড্রোনের প্রদর্শনীতে শেষ হলো ১৪ জুলাই উইমেন্স ডে
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
১০