উরুগুয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৪
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে বর্ধমান কূটনৈতিক যোগাযোগের প্রশংসা করেছেন এবং এর পাশাপাশি লাতিন আমেরিকার দেশটির সঙ্গে আরও গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছেন।  

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবের্তো এ. গুয়ানি সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রসচিব এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত গুয়ানি ২০২৪ সালে পরিচয়পত্র পেশের পর উরুগুয়ে দূতাবাসের বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরেন।

তিনি উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক নতুন কৌশল প্রণয়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন।

উভয় দেশই অর্থনৈতিক কূটনীতির পক্ষে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, উরুগুয়ে আইসিটি, উৎপাদনশীলতা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অগ্রণী প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী পরিচিত।

পররাষ্ট্রসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ চালিয়ে যেতে উভয় দেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্রসচিব বলেন, দেশের যুব জনগোষ্ঠীর জনমিতিক সুবিধা, বিনিয়োগবান্ধব পরিবেশ, বিপুলসংখ্যক নতুন গ্র্যাজুয়েট এবং অনুকূল ফ্রিল্যান্স সংস্কৃতি এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে পারে।

তিনি বাণিজ্য ও ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০