পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ফসল উৎপাদনে সক্ষম হতে হবে : সুপ্রদীপ চাকমা

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০২
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন। ছবি : বাসস

খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন- পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনে সক্ষম হতে হবে। আমাদের স্বাবলম্বী হতে এখনই তিনবছর মেয়াদি বাঁশ চাষ করা দরকার।

তিনি আজ দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বলেন, আপনাদের মধ্যে ভালো বোঝাপড়া করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আপনাদের এই ১৫ জনের মধ্যে খাগড়াছড়ির মানুষদের সেবা প্রদান ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা থাকতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালনার যাবতীয় আইন-বিধি আপনাদের ভালোভাবে আত্মস্থ করতে হবে। 

সুপ্রদীপ চাকমা বলেন, এ বিষয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না। উপদেষ্টা বলেন, আপনারা সুসংবদ্ধ থাকলে আপনাদের উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে। পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আমাদের কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনে সক্ষম হতে হবে। আমাদের স্বাবলম্বী হতে এখনই তিনবছর মেয়াদি বাঁশ চাষ করা দরকার।

তিনি বলেন, এছাড়া প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করে রাখুন। পশুপালন কর্মসূচি, ফিশারিজ, মা ও শিশু স্বাস্থ্য, মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামে কোনো বেকার থাকবে না। আমরা খাগড়াছড়ির পাড়াবাসী মানুষের জন্য ছাত্রাবাস, শিশুসদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ স্থাপন করতে চাই।

এছাড়াও সভায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব  ১৭), ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়। বিজয়ী ফুটবলারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বিভাগ থেকে জাতীয় এবং জাতীয় থেকে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতে হবে। 

সুপ্রদীপ চাকমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান। তিনি বলেন, খাগড়াছড়ি জেলার ছাত্র ছাত্রীদের খেলাধুলার সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালিদের মধ্যে সেরাদের সেরা হওয়ার জন্য সবাইকে ফুটবল ও ক্রিকেট খেলায় কঠোর অনুশীলন করতে হবে। 

সভায় অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব) শুভাশিস চাকমা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিন্ন দেশের ভিডিও দিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
ফটিকছড়ি উপজেলা বিএনপির গণসংযোগ 
চুয়াডাঙ্গার বিএনপি নেতা মির্জা শিপলুর মৃত্যুতে মহাসচিবের শোক
শহীদ আবরার স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নাহিদ ইসলামের বক্তব্য বিকৃতভাবে প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা 
শেরপুর সদরের বলাইরচরে গণসংযোগ বিএনপির
লালমনিরহাটে আকস্মিক বন্যায় ১০ হাজার পরিবার পানিবন্দি
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
১০