সাবেক মেয়র আতিকুলসহ ছয়জনকে ১৭ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৯ আপডেট: : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫
সাবেক মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকে আগামী ১৭ ই ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাদের গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি শেষে আবেদন মঞ্জুর করে ট্রাইবুন্যালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরীর একটি বেঞ্চ এ নির্দেশ দেন।

অন্য পাঁচজন নেতা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

উল্লেখ্য, সকলেই ইতোমধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন চৌধুরী। এসময় এজলাসে উপস্থিত ছিলেন প্রসিকিউটর শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ফারুক হোসেন ও তারেক আব্দুল্লাহ।

গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 
গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০