সাবেক মেয়র আতিকুলসহ ছয়জনকে ১৭ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৯ আপডেট: : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫
সাবেক মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকে আগামী ১৭ ই ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাদের গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি শেষে আবেদন মঞ্জুর করে ট্রাইবুন্যালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরীর একটি বেঞ্চ এ নির্দেশ দেন।

অন্য পাঁচজন নেতা হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

উল্লেখ্য, সকলেই ইতোমধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন চৌধুরী। এসময় এজলাসে উপস্থিত ছিলেন প্রসিকিউটর শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ফারুক হোসেন ও তারেক আব্দুল্লাহ।

গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০