শিরোনাম
নীলফামারী, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার ডোমার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব জোড়াবাড়ি গ্রামের এ ঘটনা ঘটে। রফিকুল ওই গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১২টার দিকে তামাক ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পে সংযোগ দিতে যায় কৃষক রফিকুল ইসলাম। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডোমার থানান উপ-পরিদর্শক মানিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘আইনী প্রক্রিয়া শেষে রফিকুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।