চাঁপাইনবাবগঞ্জ, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
আজ বুধবার ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামের ভ্যান চালক আলমগীরের স্ত্রী হাওয়া বিবি (৪০) ও মেয়ে আয়েসা খাতুন (২৬)।
তাদের এক স্বজন জানান, ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে চার্জার ভ্যানের বৈদ্যুতিক সুইচ টানতে গিয়ে হাওয়া বিবি বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে মেয়ে আয়েসা খাতুন তাকে বাঁচাতে স্পর্শ করলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মরাফেলা গ্রামে মা-মেয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।