অভিবাসন ব্যয় কমাতে বিমান সৌদি আরব ও মালয়েশিয়ায় ‘শ্রমিক ভাড়া’ চালু করেছে

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০১ আপডেট: : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৮

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্রমবর্ধমান বিমান ভাড়া এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি আরব ও মালয়েশিয়ায় ভ্রমণকারী বাংলাদেশী প্রবাসীদের জন্য একটি বিশেষ ‘শ্রমিক ভাড়া’ চালু করেছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. শফিকুর রহমান আজ বিকেলে বাসসকে জানিয়েছেন,‘আমরা অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে সরকারের প্রচেষ্টার সাথে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নিয়েছি।’

জাতীয় পতাকাবাহী সংস্থা বিশেষ করে নতুন কর্মসংস্থান ভিসায় ভ্রমণকারী যাত্রীদের জন্য হ্রাসকৃত ভাড়া প্রকল্পটি সোমবার অনুমোদন করেছে যা আজ থেকে কার্যকর হয়েছে।

বিমানের বিপণন ও বিক্রয় পরিচালক আশরাফুল আলম বলেন, বিশেষ ভাড়া শুধুমাত্র সৌদি আরবে বিভিন্ন গন্তব্যে এবং কুয়ালালামপুরে ভ্রমণকারী নতুন নিয়োগপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য একমুখী টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য। অফারটি ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন ভাড়া কাঠামোর অধীনে, ঢাকা-জেদ্দা, ঢাকা-মদিনা এবং ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইটের জন্য মূল ভাড়া ৩৬০ মার্কিন ডলার এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে ১৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, সৌদি আরবগামী ফ্লাইটের নিয়মিত মূল ভাড়া বর্তমানে ৪৩০ থেকে ৪৮০ মার্কিন ডলারের মধ্যে, যেখানে কুয়ালালামপুরের জন্য মূল ভাড়া ৩৬০ মার্কিন ডলার।

বাংলাদেশ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন (এটাব) এর মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ দাবি করেছেন যে, গত ২২ জানুয়ারি বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সাথে এক জরুরি বৈঠকে তাদের প্রস্তাব অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটাব এর আগে সভাপতি আবদুস সালাম আরেফের নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমানের সাথে বাড়তি বিমান ভাড়ার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সময়ে আলোচনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
রাঙ্গামাটিতে ২৩টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
হাটহাজারী থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দিনাজপুরের চিরিরবন্দরে গড়ে উঠেছে শতাধিক চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা
টানা পতনের পর বুধবার সকালে এশীয় শেয়ারবাজারে ভিন্নধারা লক্ষ্য করা গেছে
আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইবুনালে অশ্রুসিক্ত বাবা
হত্যা মামলায় আনিসুল,কামরুল,সালমানসহ ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে
১০