দুদক চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৯

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা করে যাচ্ছে। এ ধরণের প্রতারণা থেকে সতর্ক থাকতে সকলকে পরামর্শ দিয়েছে দুদক।

সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরের পীরগঞ্জ থানার মো. আল আমিনের পুত্র রেজোয়ানুল হকের নেতৃত্বে একটি প্রতারকচক্র দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে বেআইনি প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণামূলকভাবে দুদকের মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের কাছ থেকে অর্থ আদায় করছে। ইদানিং তারা বেপরোয়া হয়ে এমনকি কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে এ ধরণের অসাধু কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দুদক জানায়, এ ধরণের প্রতারণামূলক কাজের জন্য ইতোপূর্বে তাকে গ্রেফতার করা হলেও সে জামিনে বাইরে এসে পুনরায় একই অপকর্ম অব্যাহত রেখেছে। রেজোয়ানুল হক তার সহযোগী ইয়াসমিন আক্তার নামের একজনের নামে রংপুর কোতয়ালি থানার নবাবগঞ্জ বাজারের আজহার প্লাজায় অবস্থিত ডাচ বাংলা ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলে, যার নম্বর- ৭০১৭৪১৩৩৬৭৫২০। বিভিন্ন ব্যক্তিবর্গকে ভীতি প্রদানপূর্বক ওই অ্যাকাউন্টে লাখ লাখ টাকা গ্রহণ করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে, যা কমিশন পরিচালিত গোয়েন্দা কার্যক্রমে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও তার অপর সহযোগী মোছাঃ জরিনা বেগমের নগদ অ্যাকাউন্ট নং- ০১৮৯৮৬১১৬৭৪ থেকে এ ধরণের অবৈধ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও তথ্য পাওয়া গিয়েছে।

এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন কারো বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে পত্র মারফত ওই ব্যক্তিকে জানানো হয়; টেলিফোনে যোগাযোগ করা হয় না। পত্রটি ভুয়া কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ বিভাগীয়/জেলা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

এই বিষয় ছাড়াও অন্য কোন প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে, অথবা উপরোল্লিখিত প্রতারকচক্রের বর্তমান অবস্থান সম্পর্কে কোন তথ্য থাকলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা স্থানীয় থানার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০