রাবি’তে শহিদ ড. জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৭
রাবি উপাচার্য ড. সালেহ হাসান নকীব গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন। ছবি: বাসস

রাবি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ১৮ ফেব্রুয়ারি শহিদ ড. জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণবিবৃতি আহ্বান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে।

রাবি উপাচার্য ড. সালেহ হাসান নকীব কর্মসূচির উদ্বোধন করেন।

বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।

গণস্বাক্ষরে অংশ নিয়ে আইন বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বলেন, জোহা স্যার আমাদের প্রতিবাদের প্রতীক। উনি আমাদের সাহস জুগিয়েছেন। শিক্ষার্থীদের কাছে উনাকে সঠিকভাবে উপস্থাপন করা দরকার। এতে শিক্ষার্থীরা ন্যায়ের পথে থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি তোফায়েল আহমদ তোফা বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও শহিদ ড. জোহার আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। আমরা ১৮ ফেব্রুয়ারি ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি জানাই।

উল্লেখ্য, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রিডার (প্রক্টর) ও রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের গুলিতে শহিদ হন। ১৭ ফেব্রুয়ারি শিক্ষক সভায় শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ড. জোহা ঘোষণা দেন- ‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এর পর কোনো গুলি হলে তা কোনো  ছাত্রের গায়ে না লেগে যেন আমার গায়ে লাগে।’ এরপর ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের রক্ষা করতে পাকিস্তানি সেনাদের বন্দুকের সামনে বুক পেতে দেন তিনি।

১৮ ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো শিক্ষক হত্যার ঘটনা, যা পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনকেও ত্বরান্বিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০