চট্টগ্রামে নানা কর্মসূচিতে ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপন

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯
সারাদেশের ন্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়েছে। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সকালে নগরীর আগ্রাবাদস্থ বেতার ভবন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদীন। 

পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভাগীয় কমিশনার র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিতে বেতার চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী কলা-কুশলী শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বেতার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে। সরকার কর্তৃক জনকল্যাণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত সকল কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের সহযোগী হিসেবে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সংকট তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চট্টগ্রাম মহানগরে লাখ লাখ মানুষ প্রতি বছর জলাবদ্ধতা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ সমস্যা আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। জলবায়ু সংকট থেকে পৃথিবীকে রক্ষা করতে জনসচেতনতার বিকল্প নেই। 

সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করতে বাংলাদেশ বেতারকে আরও বেশি কাজ করার আহ্বান জানান তিনি।

বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হকের সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হামিদ, সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাশ প্রমূখ বক্তৃতা রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উলামায়ে কেরামের মধ্যে জাতি ইস্পাতকঠিন ঐক্য চায় : ডা. শফিকুর রহমান
যুক্তরাষ্ট্রে অচলাবস্থা গড়াল দ্বিতীয় সপ্তাহে
সিলেটে সাদাপাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু চেয়ারম্যান গ্রেফতার
ভাষাসৈনিক আহমদ রফিকের প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি
গাজা হত্যাকাণ্ড ‘একবারের জন্য’ বন্ধের সুযোগকে স্বাগত জাতিসংঘ মানবাধিকার প্রধানের
‘পোলার আইসক্রিম’ ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল কাল
বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে : সুলতান সালাউদ্দিন টুকু
সরকারসহ সকলের সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন সম্ভব হয়েছে 
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬
১০