দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনে সরকার বিদেশিদের সংস্থাগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে : শফিকুল

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনে বিদেশি সংস্থাগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে।

গতরাতে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেস সচিব গতকাল বৃহস্পতিবার দুবাইতে এক সংবাদ সম্মেলেনে বলেছেন, তারা (বিদেশি সংস্থাগুলো) এ বিষয়ে কী ধরনের লজিস্টিক সহায়তা চায় আমরা তা খতিয়ে দেখছি।’

এক প্রশ্নের জবাবে আলম বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যাগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে।

প্রেস সচিব বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে কীভাবে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো যায়।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাঁর দুবাই সফরের সময় প্রবাসী বাংলাদেশীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের সমস্যাগুলো শুনেছেন। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ভিসা ও শ্রম সংক্রান্ত বিষয় এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আলোচনা করেছেন। 

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০