প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে রোমের মেয়রের সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক গতকাল বৃহস্পতিবার রোমের মেয়র রোবার্তো গোয়ালথিয়েরি’র সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন। ছবি: পিআইডি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক গতকাল বৃহস্পতিবার রোমের মেয়র রোবার্তো গোয়ালথিয়েরি’র সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ‘সিটি অফ ইটারনিটি’ সৌন্দর্য্যরে জন্য মেয়রের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন।  

বৈঠকে রোকেবুল হক ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত প্রবাসীদের সংহতি ও কল্যাণকর জীবনমান সহজতর করতে বাংলাদেশ-ইতালির সিটি কর্তৃপক্ষ ও রোম সিটি প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

রাষ্ট্রদূত হক রোমে মুসলিমদের জন্য একটি কবরস্থান নির্মাণের জন্য রোমের মেয়রকে অনুরোধ জানান। তিনি বলেন, এটি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের দাবী।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে রোমের মেয়র রোবার্তো’র দীর্ঘ সখ্যতার কথা স্মরণ করেন।

তিনি এক্সপো-২০৩০ এর থিম এবং নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সাথে ফ্রেটেলি টুটি ফাউন্ডেশন আয়োজিত গত বছর মানব ভ্রাতৃত্বের ওপর দ্বিতীয় বিশ্ব বৈঠকের বিষয়ে আলোচনার জন্য অধ্যাপক ইউনূসের রোম সফরের কথা উল্লেখ করেন।

রবার্তো গোয়ালথিয়েরি মেয়রের কার্যালয়ের সাথে কাজ করার আগ্রহের জন্য রাষ্ট্রদূত রোকেবুল হকের প্রশংসা করেন এবং আশ্বস্ত করেন যে, তাঁর অফিস বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্নত জীবন এবং নিরাপদ কাজের জায়গা নিশ্চিত করবে যাতে তারা উপযুক্ত মজুরি পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০