বিমানের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ৩

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১১

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে অন্যের দিতে এসে ও অসাধু উপায় অবলম্বনের কারণে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য আটক হয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপ তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটক তিনজনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এসব তথ্য জানান।

আজ শুক্রবার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থী মো. সজীব সরদারের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন আফজাল হোসেন বাদশা (৩৫)। তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিএএফ শাহীন কলেজ, তেজগাঁ কেন্দ্রে পরীক্ষার্থী মো. মনিরুজ্জামান (২৮) ব্ল-টুথ ডিভাইসের সাহায্যে বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করার সময়ে আটক হন। তাকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের করা হয়েছে।

এছাড়া কুর্মিটোলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মো. মোরসালিন হোসাইনের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন আরিফুল ইসলাম (২৯)। তাকে বিমান বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, একটি সংঘবদ্ধ চক্র পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত এবং আটক আসামিরা ওই চক্রের সক্রিয় সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০