ঐকমত্য কমিশনের বৈঠকে আজ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২ আপডেট: : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৭

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ বিকেলে অনুষ্ঠিত হবে। বৈঠকে কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র বাসস’কে জানিয়েছে, বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হবে।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দিবেন।

অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৭ সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিটি রাজনৈতিক, সাংবিধানিক এবং নির্বাচনী সংস্কার এজেন্ডা সম্পর্কে ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে ৬টি কমিশনের সুপারিশের ওপর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে।’

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জান।

জাতীয় ঐকমত্য কমিশন তার নির্ধারিত ৬ মাসের মেয়াদের মধ্যে ঐকমত্য গঠনের কাজ সম্পন্ন করবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় কমিশনকে সাচিবিক সেবা প্রদান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০