ঐকমত্য কমিশনের বৈঠকে আজ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২ আপডেট: : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৭

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ বিকেলে অনুষ্ঠিত হবে। বৈঠকে কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র বাসস’কে জানিয়েছে, বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হবে।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দিবেন।

অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৭ সদস্যের ‘জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিটি রাজনৈতিক, সাংবিধানিক এবং নির্বাচনী সংস্কার এজেন্ডা সম্পর্কে ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে ৬টি কমিশনের সুপারিশের ওপর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে।’

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জান।

জাতীয় ঐকমত্য কমিশন তার নির্ধারিত ৬ মাসের মেয়াদের মধ্যে ঐকমত্য গঠনের কাজ সম্পন্ন করবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় কমিশনকে সাচিবিক সেবা প্রদান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০