বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩২

চাচিকে বাঁচাতে গিয়ে জীবন দিল সপ্তম শ্রেণির ছাত্রী 

নিজের জীবন দিয়ে চাচিকে বাঁচালো সুমাইয়ার । ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১৫ ফেব্রুয়ারি  ২০২৫ (বাসস)  জেলার পীরগঞ্জে নিজের জীবন দিয়ে চাচিকে বাঁচালো সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রী সুমাইয়া। শুক্রবার বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নে রানীরঘাট রাবার ড্যামের উজানে চাচিকে বাঁচাতে গিয়ে টাঙ্গন নদীর পানিতে ডুবে ভাতিজি সুমাইয়া আকতারের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নে রানীর ঘাট রাবার ড্যামের উজানে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া আকতার (১৩) উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর কন্যা। তিনি তেতরা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা  জানান, মাদ্রাসা ছাত্রী সুমাইয়া তার চাচি আফসানা (২৪) কে নিয়ে  বাড়ির পাশে রানীরঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে জমানো পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে চাচি আফসানা নদীর পানিতে ডুবে যায়। এ সময় সুমাইয়া চাচিকে বাঁচাতে গেলে দুজনই পানিতে ডুবে যায়। পরে এলাকার বাসিন্দারা টের পেয়ে সুমাইয়া ও আফসানাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও পরে সুমাইয়ার মৃত্যু ঘটে। আফসানা বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সকালে আফসানার পারিবারিক সুত্রে জানা যায়, আফসানা বর্তমানে শারীরিকভাবে অনেকটা ভালো আছেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রী সুমাইয়ার  মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।