আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন

বাসস
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৫
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক আজ রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারের রুফটপে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। ছবি: পিআইডি

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ সকালে রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারের রুফটপে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, কবি ও গবেষক মুসা আল হাফিজ ও আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা ইয়াহিয়া ও নাজমুল হক মদিনাতুল জামিয়া আরাবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

ফারুক ই আজম বীর প্রতীক বলেন, কুরআন হাদিসের দালিলিক প্রমাণসহ শরিয়তের নানা বিষয় ইসলামী বিধিবিধান গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এ বইটি শরিয়তের আকিদা ও অনুসরণযোগ্য নিয়মনীতি বিষয়ে সমাজে প্রচলিত প্রশ্ন, বিভেদ ও বিভক্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বইটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করে বইটিকে ডিজিটাল ফর্মে প্রকাশের পরামর্শ দেন, যাতে মানুষ মোবাইল ফোনেও এটি পাঠ করার সুযোগ পায়।

ধর্ম উপদেষ্টা বলেন, কুরআন হাদিসের আলোকে ইসলামী শরিয়তের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মতপার্থক্য তৈরি করতে পারে এরূপ বিষয়গুলো পরিহার করার প্রয়াস চালানো হয়েছে।

বইটি সংক্ষিপ্ত কলেবরে প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বইটির পরবর্তী সংস্করণে মাসলা-মাসায়েল বিস্তৃত পরিসরে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বইটি প্রকাশের সাথে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ইসলামী বিধিবিধান গ্রন্থটি নন্দিত প্রকাশনা প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। এ বইটির প্রকাশক মুহাম্মদ সাইফুল ইসলাম।

বইটির চারটি অধ্যায়ে কুরআন হাদিসের আলোকে ঈমান, ইবাদত, মুআমালাত ও মুআশারাতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সন্নিবেশিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হরিজন সম্প্রদায়ের আবাসনের জন্য ১৩টি ১০তলা ও একটি ছয় তলা ভবন নির্মাণ করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান অধ্যাপক ইউনূস
কাতারে বাংলাদেশি মহিলা খেলোয়াড়রা ব্যস্ত দিন কাটিয়েছেন
টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামি অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার 
কাতার বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সমঝোতা স্মারক নবায়ন করবে
দেশের সব সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ : এ্যানি
ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা করা উচিত হবে না বিশ্বের : প্রধান উপদেষ্টা
হাকিম-মিলন চত্বরে ছাত্রদল নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬ শ’ ১০ জন গ্রেফতার
কুমিল্লায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
১০