ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর কারওয়ানবাজারে একুশে টিভি (ইটিভি) ভবনের নীচ তলায় ‘পেয়ালা’ কফি হাউজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার রাত ৮টা ২২ মিনিটে জাহাঙ্গীর টাওয়ারের নীচ তলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাত ৮টা ৪৫ মিনিন নাগাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, কারওয়ানবাজারের ইটিভি ভবনের নিচ তলায় পেয়ালা নামে একটি কফি হাউজে রাত ৮টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৩৩ মিনিটে। তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৮টা ৫৫ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।