দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই: ফখরুল

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩
আজ ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সার্বিক কল্যাণ ও দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই।

‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে আমরা গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি’ এ কথা উল্লেখ করে তিনি বলেন,  ‘ক্রীড়াঙ্গন বলুন কিংবা এ অঙ্গনের জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট বলুন এবং সাংস্কৃতিক অঙ্গন বলুন আর সুশাসন বলুন সবক্ষেত্রেই একটাই পথ, যেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি। তাই আসুন আমরা সে লক্ষ্যে আরেকটি নতুন সংগ্রাম শুরু করি।’

বিএনপি’র মহাসচিব আজ রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র ক্রীড়া সম্পাদক, সাফ ফুটবল জয়ী দেশের একমাত্র অধিনায়ক ও খ্যাতিমান ফুটবলার আমিনুল হক, বিএনপি’র কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমীন, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত প্রায় ১৬ বছর দেশের ওপর স্বৈরশাসনের পাথর চেপে বসেছিল। তারা ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং নিবিড় তত্ত্বাবধানে বরেণ্য ক্রীড়াবিদ আমিনুল দেশজুড়ে  বিএনপি’র উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট চালু করেছে, যা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে ভূমিকম্পের মতো এক আন্দোলনে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। এর সুফল ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ মানুষের জীবনের সবক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০