পরিবেশবান্ধব নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে : ডিএনসিসি প্রশাসক

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০ আপডেট: : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২
রাজধানীর গুলশানে আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ । ছবি: বাসস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক উপায়ে পরিবেশবান্ধব নাগরিক সুবিধা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবে ডিএনসিসি।

রাজধানীর গুলশানে উত্তর নগর ভবনে আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে সিটির নবনিযুক্ত প্রশাসক এ কথা বলেন।

তিনি ন্যায্য, সহনশীল ও মানবিক ঢাকা গড়তে সবার সহযোগিতা কামনা করে বলেন, ঢাকার দখল হয়ে যাওয়া জমি, খেলার মাঠ উদ্ধার করে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।

রাজনৈতিক সুপারিশ নিয়ে কোন সুবিধা নেয়ার সুযোগ না থাকার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, বিড়ম্বনা এড়াতে প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা চলাচল বন্ধ করতে কার্যকরী ভূমিকা নিতে চায় উত্তর সিটি করপোরেশন। কিন্তু ৪০ লাখ অটোরিকশা চালকের পরিবারের কথা বিবেচনা করে বেশ কিছু উদ্যোগ নেয়া হবে।

প্রশাসক জানান, দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করে পানি প্রবাহের উপযোগী করা হবে। আর এটা পর্যবেক্ষণের জন্য স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা হবে। তাতে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে থাকবে বলে তিনি আশাবাদী ব্যক্ত করেন।

অনলাইনে ঘরে বসে যাতে নগরবাসী নিজেদের জন্মনিবন্ধন ও সংশোধনের কাজ করতে পারেন এ জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া নিয়ম বহির্ভূত নিয়োগ ও পদন্নোতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

মোহাম্মদ এজাজ বলেন, রোজার মাসে খাদ্যের ভেজাল নিয়ন্ত্রণে, নিরাপত্তা জোরদারে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও রোজার পর রাত ৮টার পর দোকানপাট বন্ধ থাকা বাধ্যতামূলক করা  হবে।

তিনি বলেন, রাজধানীর মূল সড়কগুলোতে কোনো ধরনের পোস্টার ব্যানার লাগানো যাবে না। মূল সড়কে পোস্টার লাগালে এগুলো অপসারণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আর্থিক শাস্তি আরোপ করা হবে।

মতবিনিময়কালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০