দেশের ৬৪ জেলা পায়ে হেঁটে ভ্রমণ করছেন দুই সহোদর

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯
দেশের ৬৪ জেলা পায়ে হেঁটে ভ্রমণ করছেন দুই সহোদর। ছবি : বাসস

নাটোর, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় পতাকা মাথায় বেঁধে পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণ করছেন দুই সহোদর হাফেজ সিয়াম উদ্দিন ও সায়েম উদ্দিন। ২৩ জেলা ভ্রমণ শেষে আজ সোমবার তাঁরা নাটোর অবস্থান করছেন।

পবিত্র কোরআন শরীফের বাণী ‘তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে’-এ বাণী সম্বলিত ব্যানার সঙ্গে নিয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার (দক্ষিণ বাঁশবাড়ী) আউলিয়ারচর এলাকার মাহমুদুল আলম গিয়াসের দুই ছেলে সিয়াম আর সায়েম গত ২৬ জানুয়ারি ভ্রমণ শুরু করেন।

ভ্রমণকারী হাফেজ সিয়াম উদ্দিন বলেন, দেশের ৬৪টি জেলা পায়ে হেঁটে ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। ২১ দিনে ২৩তম জেলা সিরাজগঞ্জ হয়ে নাটোর এসেছি, যাবো রাজশাহীর পথে।

সহোদর হাফেজ সায়েম উদ্দিন বলেন, হেঁটে পায়ের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরী হয়েছে, তবে কোন সমস্যা হচ্ছেনা। সারা দিন হাঁটি আর মাঝে-মধ্যে বিশ্রাম করি। গুরুপাক কোন খাবার খাই না। রাতে কোন মসজিদে অবস্থান করি। সুস্থতার সঙ্গে ভ্রমণ শেষ করতে সকলের দোয়া চাই।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০