সাবেক এমপি নিজামের স্ত্রীর ফ্ল্যাট-ভবনসহ ৫২ বিঘা জমি জব্দের আদেশ

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩
ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের আটটি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

একইসঙ্গে তার নামে থাকা শেয়ার ও ৩০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে ছয় কোটি ৩৭ লাখ টাকা মূল্যের আটটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া খাগড়াছড়িতে ১৫ একর জমি, কেরানীগঞ্জে ৬০ শতাংশ জমি, মোহাম্মদপুরে সাড়ে ৪৯ শতাংশ জমি, গাজীপুরে ১২৭ শতাংশ জমি ও মোহাম্মদপুরে চার তলা ভবন রয়েছে। অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদের মধ্যে এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের পিস্তল রয়েছে। মেঘনা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক,এফএসআইবিএল ব্যাংকের হিসাব ও নগদ মিলিয়ে ১৯ কোটি ২৯ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্টের ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিজে আটশো শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজে ২৫ হাজার শেয়ার ও স্নিগ্ধা ডিজাইনের পাঁচ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া এন.এন. ফিশারীজ এন্ড হ্যাচারি ও ব্যবসায়িক মূলধন ৮০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০