চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক কমিটি গঠন

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

চট্টগ্রাম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মাত্র ছয়দিন আগে মুখ্য নির্বাচন কর্মকর্তাসহ কমিশনের সব সদস্য পদত্যাগ করার কারণে ঝুলে যায় ১০ ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচন কার্যক্রম। এ অবস্থায় পাঁচ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

সোমবার সমিতির সদ্য বিদায়ী সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আজকে এডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছি। গতকাল রোববার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে ৫ শতাধিক আইনজীবী অংশ নিয়েছেন। এডহক কমিটি আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবেন।

অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরীকে আহ্বায়ক করে গঠন করা এডহক কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জহুরুল আলম ও অ্যাডভোকেট রফিক আহম্মদ।

এদের মধ্যে মকবুল কাদের চৌধুরী, জহুরুল আলম ও রফিক আহাম্মদ বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। বাকি দু’জন শামসুল আলম ও সৈয়দ আনোয়ার হোসেন জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের সমর্থক।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ শেষ এবং সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে, গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভা ডেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্য সংখ্যা ৫ হাজার ৪০৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০