সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০

সাতক্ষীরা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার কলারোয়া ও সদর উপজেলায় আজ বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

আজ সোমবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি’র এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল বোস্তানের ঘের নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল, একই থানাধীন পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল দাসপাড়া নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও বোরকা এবং কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি আভিযানিক দল গেড়াখালি, কুটির বাড়ি ও ছবেদার মোড় নামক স্থান থেকে ভারতীয় সাইকেল ও শাড়ি জব্দ করেন।  

এছাড়া, কলারোয়া থানাধীন কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে  ৯৫০ পিস ভারতীয় ইয়াবা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি আভিযানিক দল একই থানাধীন হরিণা ব্রিজ ও ঝাউডাঙ্গা চেক পোস্ট নামক স্থান হতে বিপুল পরিমাণ পাতার বিড়ি ও ভারতীয় নাইটি জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মোট মূল্য ৮ লাখ ১৪ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক মাদকসহ ভারতীয় মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪২০ জন
রাজশাহীতে আ’লীগের তিন কর্মীসহ আটক ১৮
ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি পেয়েছে
টিচার্স ট্রেনিং কলেজে কন্টিনজেন্সি বাজেটের অর্থ আত্মসাৎসহ নানাবিধ অভিযোগে দুদকের অভিযান
চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : লক্ষ্মীপুর জেলা প্রশাসন 
সিলেটে জুলাই শহীদ সাংবাদিক তুরাবের নামে চত্বর উদ্বোধন
ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতের অধ্যাপকের সাক্ষাৎ
আগামীকাল ঢাবি’র সান্ধ্যকালীন ক্লাস ও পরদিন সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে
সুনামগঞ্জে অবৈধভাবে উত্তোলনকৃত বালুসহ আটক ২, নৌকা জব্দ  
১০