আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষে হবে: ড. এম সাখাওয়াত হোসেন

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬
সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: বাসস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন আশা করছে যে, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।  

তিনি বলেন, নির্বাচন কমিশন শুধু নির্বাচনের পলিসি দেয় তারা ফিল্ডে যায় না। দায়িত্ব থাকে রিটার্নিং অফিসারদের কাছে। বর্তমান ডেপুটি কমিশনাররা (ডিসি) অনেক আন্তরিক ও যোগ্য। তারা আন্তরিকভাবে কাজ করছেন।  

তিনি আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশের দুই তৃতীয়াংশ মানুষ নদীর ওপর নির্ভরশীল। সম্মেলনে ডিসিরা নদীর নাব্যতা, নৌ-নিরাপত্তা, ঘাট নিয়ে তাদের মতামত উপস্থাপন করেছেন। আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শ্রম মন্ত্রণালয় শিশুশ্রম ও তাদের পুনর্বাসন সম্পর্কে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। দেশের প্রতিটি বিভাগ ও জেলায় পুনর্বাসনের জন্য কমিটি রয়েছে। শ্রম মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, নদীতে মোবাইল কোর্ট বাড়ানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। বালুমহল প্রসঙ্গে তিনি বলেন, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ এবং মেঘনা নদী থেকে বালু চুরির ঘটনা রোধ করার ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন ৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সুনামগঞ্জের ‘হাসন রাজা মিউজিয়াম’ আরো সমৃদ্ধ করার দাবি দর্শনার্থীদের
গাজীপুরে ‘গণপুলিশিং সার্ভিস’ কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
নাচোলের ইউএনও’র প্রকৃত বাবা- মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের
ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা  
নেইমারের সাথে নতুন চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী সান্তোস
শিগগিরই আসছে ২,৫০০ কোটি টাকার ৭ম বিনিয়োগ সুকুক
১০