সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫২৯ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার হয়েছেন ৫২৯ জন ।

আজ সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গতকাল রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ৫২৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে ৯৭৪ জনকে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি শুটার গান, একটি পিস্তলের গুলির খোসা, একটি লাল রঙের তাজা সীসার কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি চাপাতি, দুটি রামদা, একটি ছেনি, দুটি দা, ৪টি ছোরা, একটি ধারালো চাকু, দুটি ধামা, একটি স্টিলের তৈরি ব্যাটন, একটি প্লাস এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন ৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সুনামগঞ্জের ‘হাসন রাজা মিউজিয়াম’ আরো সমৃদ্ধ করার দাবি দর্শনার্থীদের
গাজীপুরে ‘গণপুলিশিং সার্ভিস’ কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
নাচোলের ইউএনও’র প্রকৃত বাবা- মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের
ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা  
নেইমারের সাথে নতুন চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী সান্তোস
শিগগিরই আসছে ২,৫০০ কোটি টাকার ৭ম বিনিয়োগ সুকুক
১০