কাতারে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের জন্য তৌহিদের আহ্বান

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চিকিৎসক, প্রকৌশলী, আইটি পেশাদার ও নার্সসহ বাংলাদেশি পেশাদারদের নিয়োগ করার জন্য আজ কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন যাতে তারা সম্ভাব্য নিয়োগের জন্য পেশাদারদের সাথে দেখা করতে পারেন।

আজ সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাস্কাটে ৮ম ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) চলাকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সাথে বৈঠককালে পররাষ্ট্র উপদেষ্টা এই আহ্বান জানান।

বৈঠককালে, পররাষ্ট্র উপদেষ্টা কাতার সরকারকে তার দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানান।

পররাষ্ট্র উপদেষ্টা কাতারের বিনিয়োগকেও স্বাগত জানান এবং উভয় নেতা বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করার জন্য কাতারের বেসরকারি খাত থেকে বাংলাদেশে সফরের গুরুত্ব তুলে ধরেন।

দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ‘সামুদ্রিক অংশীদারিত্বের নতুন দিগন্তে যাত্রা’ প্রতিপাদ্য নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনের শেষ দিনে অংশগ্রহণ করেন।

তৌহিদ আগামীকাল দেশে ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন ৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সুনামগঞ্জের ‘হাসন রাজা মিউজিয়াম’ আরো সমৃদ্ধ করার দাবি দর্শনার্থীদের
গাজীপুরে ‘গণপুলিশিং সার্ভিস’ কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
নাচোলের ইউএনও’র প্রকৃত বাবা- মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের
ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা  
নেইমারের সাথে নতুন চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী সান্তোস
শিগগিরই আসছে ২,৫০০ কোটি টাকার ৭ম বিনিয়োগ সুকুক
১০