ওমান থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২০
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য ওমানের প্রতি আহ্বান জানিয়ে জ্বালানি খাতে মধ্যপ্রাচ্যের এই দেশটির আরো গভীর সহযোগিতা কামনা করেছেন।

আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্কাটে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) চলাকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠককালে উপদেষ্টা বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, আইটি পেশাদার এবং নার্সসহ পেশাদারদের নিয়োগ করার জন্য ওমানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

তিনি বিশেষ করে বাংলাদেশ থেকে বিশ্বমানের জাহাজ নির্মাণ প্রযুক্তিবিদ নিয়োগের জন্য বিশেষভাবে অনুরোধ করেন যারা ওমানের জাহাজ নির্মাণ শিল্পে ব্যাপক অবদান রাখতে পারে।

উভয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

উভয় পক্ষই উল্লেখ করেন যে, বাংলাদেশ ও ওমান শীঘ্রই কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পূর্ণ করবে। তারা যথাযথভাবে এ বার্ষিকী উদযাপন করতে সম্মত হয়েছেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এ বার্ষিকী উদযাপন উপলক্ষে ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।  
তৌহিদ হোসেন বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসীদের সুযোগ করে দেওয়ায় ওমানকে ধন্যবাদ জানান যারা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সার্বিয়ায় নির্বাচনের দাবিতে প্রায় ১ লাখ ৪০ হাজার বিক্ষোভকারীর সমাবেশ
বিদেশে রপ্তানি হচ্ছে দিনাজপুর বীরগঞ্জের আলু
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন
তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছে : তেহরান
বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণের আদেশ স্থগিত
গাজার অধিবাসীদের সরে যেতে বলেছে ইসরাইলি সেনাবাহিনী
সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা 
পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প
ইরান ‘কয়েক মাসের মধ্যে’ আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে : আইএইএ প্রধান
পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টিপাতে ৩২ জনের প্রাণহানি 
১০