ছাত্র নেতাদের সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফাস্ট, বাংলাদেশ ফার্স্ট’

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৬
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৌজন্যে

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস): জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফাস্ট,বাংলাদেশ ফার্স্ট।’

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।

বাকের বলেন, নতুন এই ছাত্র সংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না, স্বতন্ত্রভাবে কাজ করবে।  ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট।’

দ্রুতই এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনমত জরিপ করবো। সেখান থেকে এই ছাত্র সংগঠনের নামসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্র সংগঠনটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

এই প্ল্যাটফর্মের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, বিপ্লবের পর রাজনৈতিক সংগঠনের কর্মীরা তাদের জায়গায় ফিরে এসেছিলেন, কিন্তু যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তাদের আর কোথাও ফিরে যাওয়ার সুযোগ ছিল না।

তিনি আরো বলেন, যারা রাজনীতি করতে চান এবং আমাদের সাথে থাকতে চান তাদের জন্য আমরা একটি মধ্যপন্থি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। নতুন ছাত্র সংগঠন এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ আহসান, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, তাহমিদ আল মুদাসসির, আবদুল্লাহ সালেহীন আয়ন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন ৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সুনামগঞ্জের ‘হাসন রাজা মিউজিয়াম’ আরো সমৃদ্ধ করার দাবি দর্শনার্থীদের
গাজীপুরে ‘গণপুলিশিং সার্ভিস’ কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
নাচোলের ইউএনও’র প্রকৃত বাবা- মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের
ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা  
নেইমারের সাথে নতুন চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী সান্তোস
শিগগিরই আসছে ২,৫০০ কোটি টাকার ৭ম বিনিয়োগ সুকুক
১০