ছাত্র নেতাদের সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফাস্ট, বাংলাদেশ ফার্স্ট’

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৬
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৌজন্যে

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস): জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফাস্ট,বাংলাদেশ ফার্স্ট।’

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।

বাকের বলেন, নতুন এই ছাত্র সংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না, স্বতন্ত্রভাবে কাজ করবে।  ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট।’

দ্রুতই এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনমত জরিপ করবো। সেখান থেকে এই ছাত্র সংগঠনের নামসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্র সংগঠনটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

এই প্ল্যাটফর্মের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, বিপ্লবের পর রাজনৈতিক সংগঠনের কর্মীরা তাদের জায়গায় ফিরে এসেছিলেন, কিন্তু যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তাদের আর কোথাও ফিরে যাওয়ার সুযোগ ছিল না।

তিনি আরো বলেন, যারা রাজনীতি করতে চান এবং আমাদের সাথে থাকতে চান তাদের জন্য আমরা একটি মধ্যপন্থি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। নতুন ছাত্র সংগঠন এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ আহসান, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, তাহমিদ আল মুদাসসির, আবদুল্লাহ সালেহীন আয়ন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু ও হল সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন
গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা: বাইরে না যাওয়ার নির্দেশ
নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন
দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করছে ভারত
সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসেই শেষ করতে চায় ইসি
ভ্যানচালক মোস্তফা শেখের দায়িত্ব নিলেন তারেক রহমান
‎সাদা সোনাখ্যাত বাগদা চিংড়ি উৎপাদনে বাগেরহাট দ্বিতীয়
রংপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার
১০