ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ছবি: বাসস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস):  ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কাভার্ডভ্যান পেছন থেকে ফেনী অভিমুখী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত ও অন্তত ১০জন আহত হয়। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। সদর উপজেলার লেমুয়ায় নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শেষে তারা শহরে ফিরছিলেন।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ দুর্ঘটনায় পাঁচজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে গুরুতর আহত তিনজনকে ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে তিনি জানান। দুর্ঘটনা কবলিত দু’টি গাড়ি উদ্ধারে কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৩ জনের মৃত্যু
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 
জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি
ট্রাম্পের শুল্ক পানামা খালের জাহাজ চলাচল কমাতে পারেনি 
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
বিতর্কিত পশ্চিম তীরে বসতি স্থাপন পরিকল্পনাকে সমর্থন করলেন ইসরাইলের অর্থমন্ত্রী 
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া ফটোকার্ড প্রচার শনাক্ত
সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে বেগম খালেদা জিয়া
উত্তর কোরিয়ার সঙ্গে ‘সামরিক আস্থা’ গড়ে তোলার প্রতিশ্রুতি দক্ষিণ কোরিয়ার
১০