ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ছবি: বাসস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস):  ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কাভার্ডভ্যান পেছন থেকে ফেনী অভিমুখী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত ও অন্তত ১০জন আহত হয়। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। সদর উপজেলার লেমুয়ায় নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শেষে তারা শহরে ফিরছিলেন।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ দুর্ঘটনায় পাঁচজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে গুরুতর আহত তিনজনকে ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে তিনি জানান। দুর্ঘটনা কবলিত দু’টি গাড়ি উদ্ধারে কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘আন্তর্জাতিক পরিবেশ নীতি, সবুজ শিক্ষা, নেতৃত্ব ও যোগাযোগ প্রশিক্ষণ’ অনুষ্ঠিত
কোনো শিক্ষক বা শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেনি : জবি ছাত্রদল
অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বপ্ন সাবার
ফেনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামে সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ পদক জয়
জলবায়ু অর্থায়ন ও কর্মপরিকল্পনায় গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি’র ওয়েব পোর্টাল
হাসপাতালের দালাল চক্রের ৫ জনকে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড করেছে র‌্যাব-২  
ব্যাটিং ধসে প্রথম দিনই ২২৫ রানে অলআউট অস্ট্রেলিয়া
রাহুলের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সাথে সমানতালে লড়ছে ভারত
১০