ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ছবি: বাসস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস):  ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কাভার্ডভ্যান পেছন থেকে ফেনী অভিমুখী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত ও অন্তত ১০জন আহত হয়। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। সদর উপজেলার লেমুয়ায় নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শেষে তারা শহরে ফিরছিলেন।

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ দুর্ঘটনায় পাঁচজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে গুরুতর আহত তিনজনকে ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে তিনি জানান। দুর্ঘটনা কবলিত দু’টি গাড়ি উদ্ধারে কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০