আমাদের প্রামাণ্যচিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০
সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি: বাসস

কুমিল্লা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের প্রামাণ্যচিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত। তিনি বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে ভারতীয় অনেক মিডিয়া অনেক আজেবাজে কথা লিখে।

আজ সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র দেখার পর তিনি এসব কথা বলেন ।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে শফিকুল আলম বলেন, এটা খুবই আনন্দের বিষয় এই যে, আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে আছি, তারা জানান দিচ্ছে যে, জুলাই আন্দোলনের ইতিহাসে আমাদের সবার অংশগ্রহণ আছে।

আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অগ্রগামী ছিল উল্লেখ করে প্রেস সচিব বলেন, ছাত্রীরাই বুলেটের সামনে সবার আগে দাঁড়িয়েছে। নব্বইয়ের আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ কম থাকলেও জুলাইয়ের আন্দোলনে তারা ছিল অগ্রভাগে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০