আমাদের প্রামাণ্যচিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০
সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি: বাসস

কুমিল্লা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের প্রামাণ্যচিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত। তিনি বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে ভারতীয় অনেক মিডিয়া অনেক আজেবাজে কথা লিখে।

আজ সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র দেখার পর তিনি এসব কথা বলেন ।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে শফিকুল আলম বলেন, এটা খুবই আনন্দের বিষয় এই যে, আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে আছি, তারা জানান দিচ্ছে যে, জুলাই আন্দোলনের ইতিহাসে আমাদের সবার অংশগ্রহণ আছে।

আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অগ্রগামী ছিল উল্লেখ করে প্রেস সচিব বলেন, ছাত্রীরাই বুলেটের সামনে সবার আগে দাঁড়িয়েছে। নব্বইয়ের আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ কম থাকলেও জুলাইয়ের আন্দোলনে তারা ছিল অগ্রভাগে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৩ জনের মৃত্যু
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 
জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি
ট্রাম্পের শুল্ক পানামা খালের জাহাজ চলাচল কমাতে পারেনি 
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
বিতর্কিত পশ্চিম তীরে বসতি স্থাপন পরিকল্পনাকে সমর্থন করলেন ইসরাইলের অর্থমন্ত্রী 
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া ফটোকার্ড প্রচার শনাক্ত
সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে বেগম খালেদা জিয়া
উত্তর কোরিয়ার সঙ্গে ‘সামরিক আস্থা’ গড়ে তোলার প্রতিশ্রুতি দক্ষিণ কোরিয়ার
১০