সাজেকে পাহাড়ে জুমের আগুন, অল্পের জন্য রক্ষা পেল রিসোর্ট

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২০
সোমবার রাতে সাজেক পর্যটন কেন্দ্রের নিচের পাহাড়ে দেয়া জুমের আগুন ছড়িয়ে পড়লে সেনা সদস্য ও স্থানীয় লোকজনের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রের নিচের পাহাড়ে দেয়া জুমের আগুনে অল্পের জন্য রক্ষা পেয়েছে বেশ কয়েকটি রির্সোট।

গতকাল সোমবার রাত  সাড়ে ৮টার দিকে আগুনের লেলিহান শিখা পাহাড়ে ছড়িয়ে পড়লে রিসোর্টে অবস্থান করা হাজারো পর্যটক আতঙ্কিত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার  বিকেল ৫টার দিকে  সাজেকের নিচের পাহাড়ে জুমের আগুন দেওয়া শুরু হয়। বাতাস বেড়ে গেলে সেই আগুন ভয়াবহ রূপ নিয়ে  নীল কাব্য রেস্টুরেন্ট ও মোনঘর রিসোর্ট এর নিচে আগুন ছড়িয়ে  যায়।  তবে আগুনে  তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পর্যটকরা বলছেন, আগুন এমনভাবে লেগেছে আরেকটু হলে অনেকগুলো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যেত। ক্ষতির সম্মুখীন হতো অসংখ্য পর্যটক।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার আজ মুঠোফোনে বাসসকে জানান, সাজেকে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি রিসোর্ট ও কটেজ রয়েছে। পাহাড়ে আগুনের ফলে সাজেকে আগত অনেক পর্যটকের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগুনের  প্রকৃত কারণ উদঘাটন করতে বলা হয়েছে বলে জানান তিনি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
১০