কুমিল্লা (উত্তর), ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার দাউদকান্দিতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাস সহ কমপক্ষে ৮টি যানবাহন। এতে ১৫ জন আহত হয়েছেন।
আজ ভোর সাড়ে ৬টা -৭টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংগলাতলী থেকে ঢাকামুখী আমিরাবাদ স্টেশন পর্যন্ত তিন কিলোমিটারের পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৬টা-৭টার মধ্যে যেকোনো সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। তখন আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
আবদুল বাতেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে মহাসড়কে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিলো না। যাত্রীবাহী বাস মাইক্রোবাসগুলো একটার সাথে আরেকটার ধাক্কা লাগে। তখন পরপর ৮টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার ড. দিদার হোসেন বলেন, ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ১২ জন আহত রোগী আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি নুরুল আফসার বলেন, সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। যানজট না থাকলেও মহাসড়কে যান চলাচলে কিছুটা ধীরগতি বলে তিনি জানান।