ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা সব বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ছবি: পিআইডি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা সকল বই পাবে। এরই মধ্যে প্রাথমিকের ৮৫ শতাংশ বই বিদ্যালয়ে পৌঁছে গেছে।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আন্দোলনরত শিক্ষকদের বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপদেষ্টা বলেন, আদালত থেকে একটি রায় হয়েছে, যেটিতে উনারা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। যেহেতু এটি এখন আদালতে বিচারাধীন তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল।

তিনি বলেন, আমরা ডিসিদের বক্তব্য শুনেছি এবং আমরা কি করছি, কি করতে যাচ্ছি সে বিষয়ে তাদের অবহিত করেছি। জেলা পর্যায়ের কমিটিতে ডিসিরা রয়েছেন। তারা যেন কমিটির  বিভিন্ন বিষয় সিরিয়াসলি দেখেন সে বিষয়ে বলা হয়েছে। নির্মাণকাজ যেন ঠিকমতো হয় সে বিষয়ে বলেছি।

অনেক কিন্ডারগার্টেন রয়েছে, নীতিমালা অনুযায়ী সেগুলো নিবন্ধিত হওয়া দরকার, অনেকগুলো নিবন্ধিত নয়। সেগুলো নিবন্ধনের ওপর আমরা জোর দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নানা আয়োজনে ফেনীতে শিক্ষক দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও সভা
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মাহবুব উল আলম হানিফের মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আদেশ কাল
গাজার সকল জিম্মিকে ফিরিয়ে নেয়ার আশা নেতানিয়াহুর
ইসরাইলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ৫৭
মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা
মোগাদিশুতে বিস্ফোরণ ও গোলাগুলি, আল-শাবাব দায় স্বীকার
দুর্ঘটনায় আহত বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. রফিককে দেখতে গেলেন রিজভী
শিক্ষকদের অংশগ্রহণে ঝিনাইদহে শিক্ষক দিবসের শোভাযাত্রা
১০