দেশের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৭

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৩ দশমকি ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
বাগেরহাটে জুলাই শহীদদের স্মরণে বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত  
গণঅভ্যুত্থানে আহত ও দুস্থ রোগীদের সহায়তায় ‘আমরা বিএনপি পরিবার’
চীনে বুদ্ধিপ্রতিবন্ধী রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ড্যাবের নির্বাচনে সভাপতি হারুন, মহাসচিব শাকিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত বিএনপি’র
স্পেসডাউনের পর মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী 
রাজধানীতে ধাক্কামারা চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা ক্রয় করবে সরকার
১০