জুলাই বিপ্লবের চিত্রকর্ম নিয়ে রংপুরে বিভাগীয় চারুকলা প্রদর্শনী শুরু শুক্রবার

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩
জুলাই বিপ্লবের চিত্রকর্ম নিয়ে রংপুরে বিভাগীয় চারুকলা প্রদর্শনী শুরু শুক্রবার। ছবি: বাসস

রংপুর, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আগামী ২১ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে জুলাই বিপ্লবের চিত্রকর্ম নিয়ে রংপুরে তিনব্যাপী বিভাগীয় চারুকলা প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। 

প্রদর্শনীতে শিল্পীদের রং তুলিতে উঠে আসবে ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনসহ উন্নয়নের নামে দেশের অর্থ পাচারের চিত্র। আবার কখনও উঠে আসবে সম্ভাবনার নৈসর্গিক বাংলাদেশ, মানুষের আশা-আকঙ্খা ও সময়ের চিত্র।

বুধবার বিকেলে বিভাগীয় চারুকলা প্রদর্শনী উদযাপন পর্ষদের আহবায়ক আহসান আহমেদ নগরীর জেলা শিল্পকলা একাডেমির ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রংপুর বিভাগীয় চারুকলা প্রদর্শনীতে থাকবে জল রং ও এক্রেলিক পেইন্টিং, ড্রইং ও স্কেচ, মিনিয়েচার ভাস্কর্য, টেরাকোটা এবং ক্যালিগ্রাফি থাকবে। এই প্রদর্শনীতে বরেণ্য শিল্পী প্রফেসর আলাউদ্দিন আহমেদের বাছাইয়ে দেশের ৫২জন শিল্পীর ১০৮টি চিত্রকর্ম স্থান পাবে। শিল্পকলা একাডেমির ক্যাফেটেরিয়ায় আয়োজিত তিনদিনব্যাপী বিভাগীয় চারুকলা প্রদর্শনী শুক্রবার বিকেল সাড়ে তিনটায় উদ্বোধন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

নর্থ ক্যানভাস বাংলাদেশের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীতে অংশ নিবেন চট্রগ্রাম থেকে শিল্পী হাবিব উল্লাহ বাহার, সৌমেন চৌধুরী এবং ফরহাদুল আলম সবুজ, ময়মনসিংহ থেকে শিল্পী এমডি রাজন এবং শিল্পী ধর্ম নারায়ন রায়, সিলেট থেকে শিল্পী জিয়াউল হক এবং এম এ আহাদ পলাশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের মধ্যে সামিয়া রহমান, ঋতু প্রামানিক, মুনেম শাহারিয়ার, সুতপা বর্মন এবং তামান্না ইয়াসমিন, ঢাকার শিল্পী ইমন আলী, আনহা মৌ, টাইগার নাজির, অরুন কুমার বর্মন, বগুড়া আর্ট কলেজের সাঈদ মালিথা, কেয়ায়েত উল্লাহ, গাজি আশা ও অনিক রায় প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় চারুকলা প্রদর্শনী উদযাপন পর্ষদের উপদেষ্টা ও জেলা কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, উপদেষ্টা চৌধুরী মাহামুদুন্নবী ডলার, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিসু, সদস্য সচিব জাহাঙ্গীর কবির, যুগ্ম সদস্য সচিব মাহামুদুন্নবী বাবুল ও পলাশ কান্তি নাগ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০