ফেনীতে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২
ফেনীর ফুলগাজীতে অবৈধ ইটভাটা দেশ ব্রিকস ও হাসানপুর ব্রিকস গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

ফেনী, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার ফুলগাজী উপজেলায় অবৈধ ইটভাটা দেশ ব্রিকস ও হাসানপুর ব্রিকস গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলির নেতৃত্বে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আনন্দপুর ইউনিয়নের দেশ ব্রিকস ও হাসানপুর ব্রিকসে অভিযান চালানো হয়। একইদিন মেসার্স রুপালী ব্রিকসের চুল্লীর আংশিক ভাঙ্গা ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম জানান, অভিযানে ছাড়পত্র ও নবায়ন না থাকায় এবং পরিবেশ অধিদপ্তরের ইটভাটা আইন অমান্য করে ইট প্রস্তুত করার অপরাধে দুটি ব্রিকস ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।

ইটভাটার চুল্লী ভেঙ্গে ফেলা ও পানি দিয়ে আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ টিম সহায়তা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অ্যানথ্রাক্স প্রতিরোধে প্রাণিসম্পদ অধিদপ্তরের জরুরি ও সমন্বিত কার্যক্রম শুরু
চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সস তৈরী করায় জরিমানা
চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি
দোহা হামলায় টার্গেট হওয়ার পর প্রথমবার টেলিভিশনে হাজির হামাসের আলোচক
জাল টাকায় মোবাইল কেনায় চট্টগ্রামে যুবকের ১৪ বছরের কারাদণ্ড
শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ : প্রধান উপদেষ্টা 
চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো
তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা 
জয়ের রেকর্ড সেঞ্চুরিতে বড় জয় চট্টগ্রামের
ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন
১০