ফেনীতে দুইটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২
ফেনীর ফুলগাজীতে অবৈধ ইটভাটা দেশ ব্রিকস ও হাসানপুর ব্রিকস গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

ফেনী, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার ফুলগাজী উপজেলায় অবৈধ ইটভাটা দেশ ব্রিকস ও হাসানপুর ব্রিকস গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলির নেতৃত্বে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আনন্দপুর ইউনিয়নের দেশ ব্রিকস ও হাসানপুর ব্রিকসে অভিযান চালানো হয়। একইদিন মেসার্স রুপালী ব্রিকসের চুল্লীর আংশিক ভাঙ্গা ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম জানান, অভিযানে ছাড়পত্র ও নবায়ন না থাকায় এবং পরিবেশ অধিদপ্তরের ইটভাটা আইন অমান্য করে ইট প্রস্তুত করার অপরাধে দুটি ব্রিকস ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।

ইটভাটার চুল্লী ভেঙ্গে ফেলা ও পানি দিয়ে আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ টিম সহায়তা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০