নাটোর, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় আজ পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় তিনটি ভোগ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
সহকারী পরিচালক জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড প্রদানকারী তিনটি প্রতিষ্ঠান হচ্ছে নাটোরের বড়হরিশপুর এলাকার শাকিল স্টোরকে তিনহাজার টাকা এবং বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকার মোল্লা কসমেটিকস পাঁচহাজার টাকা ও জামাল বেকারী পাঁচশত টাকা।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।