কারাগারে বন্দীদের মানবিক জীবন নিশ্চিত করতে হবে: চসিক মেয়র

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭
ছবি: বাসস

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কারাগারে থাকা বন্দীদের মানবিক জীবন নিশ্চিত করতে হবে। 

আজ বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কনফারেন্স রুমে ব্যক্তিগত উদ্যোগে কয়েদিদের মাঝে পোশাক, ওষুধসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, কারাগারে কয়েদিদের অতিরিক্ত চাপ রয়েছে। ৩০-৪০ জনের জায়গায় ১০০ জন রাখা হয়। এটা খুবই অমানবিক। কয়েদিদের নির্দিষ্ট পরিমাণ থাকার জায়গা নিশ্চিত করা প্রয়োজন।

কয়েদিদের শোচনীয় অবস্থা সম্পর্কে মেয়র ডা. শাহাদাত বলেন, গায়েবি মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের কারণে কারাগারে চাপ আরও বেড়ে যায়। বন্দিদের জন্য পর্যাপ্ত জায়গার সংকট সৃষ্টি হয়। কারাগারে কয়েদিদের তুলনায় বাথরুমের সংখ্যা অত্যন্ত কম থাকায় বন্দিদের দুর্ভোগ পোহাতে হয়। এটি অত্যন্ত অমানবিক অবস্থা। 

বন্দিদের ন্যূনতম মৌলিক অধিকার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, কাশিমপুর কারাগারে আমি দেখেছি ফুটবল খেলার মাঠ আছে, কলা গাছ, কাঁঠাল গাছ আছে, এগুলোর ফল কয়েদিরা খায়। চট্টগ্রামে কারাগার সুপ্রশস্ত না হওয়ায় আনোয়ারা, সীতাকুণ্ড বা মিরসরাইয়ের মতো এলাকায় কয়েদিদের জন্য খেলার মাঠ, বাগান ও পর্যাপ্ত মুক্ত জায়গা সহ নতুন কারাগার গড়ে তোলার বিষয়ে উদ্যোগ নিতে হবে।

সিনিয়র জেল সুপার ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং ডেপুটি জেলার ইব্রাহীমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাসুদ হাসান জুয়েল, জিয়াউর রহমান জিয়া, আলাউদ্দিন আলী, আবুল বশর ও অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০