প্রয়াস-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৫ আপডেট: : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৮

 

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার ঢাকা সেনানিবাসের প্রয়াস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১০১টি ইভেন্টে ৩০৩ জন শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় পুরস্কার লাভ করেছে। সমাপনী দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন  ইভেন্টের পাশাপাশি মার্চ পাস্ট ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভিন্নভাবে সক্ষম শিশুসহ একীভূত কার্যক্রমে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উন্নতি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি প্রয়াসের সকল শিক্ষার্থীকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নৈপুন্য প্রদর্শনের জন্য অভিনন্দন জানান।

সেনাবাহিনী প্রধান প্রয়াসের বহুমুখী কার্যক্রমকে আরো বেগবান করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রয়াস এর পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের সহকারী পৃষ্ঠপোষক, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমন্ডলী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস ২০০৬ সালে 'সেনা সহায়ক স্কুল' নামে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানটিতে বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ শিক্ষার্থীসহ মোট ১ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে।

বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর যাবৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তির মৌলিক অধিকার, কল্যাণ, সুরক্ষা, নিরাপত্তা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, বিশেষ ও একিভূত শিক্ষা বাস্তবায়ন, পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০